You have reached your daily news limit

Please log in to continue


ভোট যুদ্ধে ঘরে বাইরে খোকনের একার লড়াই

বরিশাল: এইতো আর কদিন বাদেই অনুষ্ঠিত হকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন (বিসিসি)। আওয়ামী লীগসহ যেসব দল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন, এক-পা দু-পা করে সবাই প্রচারণায় বের হচ্ছেন।

যদিও সবার চেয়ে এগিয়ে ছিল আওয়ামী লীগ, তথা মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ; যিনি খোকন সেরনিয়াবাত নামে পরিচিত। কিন্তু সময় যত ঘানিয়ে আসছে খোকনের মাঠের আয়তন কমছে। বোঝা যাচ্ছে ভোট যুদ্ধে ঘরে বাইরে একাই লড়াই করতে হবে খোকনকে। সিটি নির্বাচনের অগ্রিম প্রচারণা পর্ব সরেজমিনে লক্ষ্য রাখছে বাংলানিউজ। দেখা যাচ্ছে, ভোটের দিন আসার আগে প্রার্থীদের ব্যাপক ব্যস্ততা। নানা কৌশলে নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে অংশ নিতে চাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতেও দেখা যাচ্ছে। এখন পর্যন্ত মেয়র পদে নয় জনসহ ২১৬ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন