ইমরান আবার সেই ইসলামাবাদ হাই কোর্টে! এ বার দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আর্জি নিয়ে
আবার ইসলামাবাদ হাই কোর্টে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় ৭২ ঘণ্টার ব্যবধানে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানাতে।
শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার নাগাদ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান। আদালতে হাজির হওয়ার পর বিচারবিভাগীয় বিধি মেনে বায়োমেট্রিক পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন: ইমরানের গ্রেফতারি বেআইনি বলে আখ্যা দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট, অবিলম্বে মুক্তির নির্দেশ ছ’টি সাট্টা বাজারের দরেই এগিয়ে কংগ্রেস! কর্নাটকে ভোটের ‘হিসাব’ আর কী বলছে? প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন।