বৈকালিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্যকর্মীদের বাড়তি ৩৩% দিতে হবে
সরকারি হাসপাতালে বৈকালিক সেবা পেতে অতিরিক্ত ৩৩ শতাংশ অর্থ গুনতে হবে রোগীদের। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ইউজার ফি বাবদ এই অর্থ নেওয়া হবে। ৭ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে। প্রস্তাবে ৪৭০ ধরনের প্রচলিত পরীক্ষা-নিরীক্ষা ও সেবামূল্যের ওপর অতিরিক্ত ৩৩ শতাংশ মূল্য ধার্য করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে আরও বাড়তি অর্থ নেওয়া হলে নিম্ন আয়ের মানুষ অর্থাভাবে সেবা নেওয়া থেকে বিরত থাকবে। সামগ্রিকভাবে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে।