উত্তপ্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন চায় কংগ্রেস
গেল বেশ কিছুদিন ধরেই ভারতের মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত। গতকাল কুকি জঙ্গিদের গুলিতে এক পুলিশ কমান্ডো নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কজন। এর ফলে সরকারিভাবেই নিহতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।
এ পরিস্থিতিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। মণিপুর, মিজোরাম ও বিহারের দায়িত্বপ্রাপ্ত জাতীয় কংগ্রেস নেতা ভক্ত চরণ দাস দিল্লিতে বলেন, মণিপুরে পুরোপুরি অরাজকতা চলছে। রাজ্যের প্রকৃত ছবি যাতে বাইরে আসতে না পারে, তার জন্য ইন্টারনেট বন্ধ।