জালিয়ানওয়ালাবাগ ও অনুশোচনাহীন এক জেনারেল
ঔপনিবেশিক শাসনামলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড স্তব্ধ করে দেয় বিশ্বকে। ব্রিটিশ সেনা কর্মকর্তা রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার হাজারো নিরস্ত্র মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনার পর তার নাম হয় ‘অমৃতসরের কসাই’। লিখেছেন তৃষা বড়ুয়া
গণহত্যা
১৯১৯ সালের ১৩ এপ্রিল। ব্রিটিশশাসিত ভারত সেদিন প্রত্যক্ষ করে ইতিহাসের অন্যতম ভয়াবহ নৃশংসতা। পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে ব্রিটিশ এক সেনা কর্মকর্তার নির্দেশে ওই দিন হত্যা করা হয় শত শত মানুষকে। ভয়াল ১৩ এপ্রিলের ঘটনায় শিহরিত হয় বিশ্বের মানুষ। ঔপনিবেশিক শাসন কতটা নিষ্ঠুর হতে পারে, এই শাসনব্যবস্থায় শোষিতদের যে মানুষ হিসেবে গণ্য করা হয় না, পরাধীনতার শৃঙ্খল ভাঙা কতটা জরুরি ১৯১৯ সালের ১৩ এপ্রিল ফের উপলব্ধি করে ভারতের স্বাধীনতাকামী মানুষ। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামে এক উদ্যানে সেদিন স্বাধীনতা সংগ্রামীরা জড়ো হয়েছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার তার সেনাদের জালিয়ানওয়ালাবাগে জড়ো হওয়া নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে গুলি করার নির্দেশ দেন।