কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সামগ্রিক লেনদেনে ঘাটতি ছাড়াল ৮ বিলিয়ন ডলার

সমকাল প্রকাশিত: ১১ মে ২০২৩, ১০:৩১

চলমান ডলার সংকটের এ সময়ে আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে বাণিজ্য ঘাটতি কমে গত মার্চ পর্যন্ত অর্থবছরের ৯ মাসে ১ হাজার ৪৬১ কোটি ডলারে নেমেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ২ হাজার ৫০৩ কোটি ডলার ছিল। চলতি হিসাবের ঘাটতিও অনেক কমেছে। তবে নতুন ঋণ কমে যাওয়া এবং আগের ঋণ পরিশোধের চাপ বৃদ্ধির ফলে সামগ্রিক লেনেদেন ভারসাম্যে বড় ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি ৮০০ কোটি বা আট বিলিয়ন ডলার ছাড়িয়েছে।


বাংলাদেশ ব্যাংক গতকাল চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ের ব্যালান্স অব পেমেন্ট বা লেনদেন ভারসাম্যের পরিসংখ্যান প্রকাশ করেছে। সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বৃদ্ধি মানে বিভিন্ন উৎসে দেশে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসছে, পরিশোধ হচ্ছে তার চেয়ে বেশি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংককে ডলার বিক্রি করতে হচ্ছে।


বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ১২ বিলিয়ন ডলার বিক্রি করেছে। গত অর্থবছরে বিক্রি করে আরও ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এভাবে ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। গত সোমবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ নামে ২৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। ২০১৬ সালের ২৭ জুনের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নামার ঘটনা এটাই ছিল প্রথম। অবশ্য বিশ্বব্যাংক থেকে বাজেট সহায়তা হিসেবে পাওয়া ঋণের ৫০ কোটি ৭০ লাখ ডলার গতকাল রিজার্ভে যোগ হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। গতকাল দিনের শুরুতে রিজার্ভ দাঁড়ায় ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও