বিএনপি সাড়া দেবে না সরকারের প্রলোভনে
বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাঠের বিরোধী দল বিএনপি। দলটিকে নির্বাচনে নিতে এবারও সরকারের পক্ষ থেকে নানা কৌশল নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা।
তাদের মতে, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ আছে। তাই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়াসহ গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে ছাড়ের প্রস্তাবও দেওয়া হতে পারে। আলোচনায় বসার আহ্বানও আসতে পারে। কিন্তু এবার অতীতের মতো আর ভুল করতে চান না তারা। সরকারের কোনো টোপেই পা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।