নির্বাচনী ব্যবস্থার স্থায়ী সমাধান চায় বিএনপি
কোনো দলীয় সরকার নয়, সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃস্থাপনের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় স্থায়ী সমাধান চায় বিএনপি। একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচনের পদ্ধতিও বাতিল চায় দলটি।
বিএনপি নেতারা মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেই গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবিতে বিরোধী দলগুলো রাজপথে সোচ্চার হয়। অন্যদিকে বিরোধী দলের দাবিকে অগ্রাহ্য করে অনড় অবস্থানে থাকে ক্ষমতাসীন সরকার। ফলে রাজনৈতিক সংঘাত অনিবার্য হয়ে ওঠে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে একই চিত্র ঘুরপাক খাচ্ছে। এই অবস্থার স্থায়ী সমাধান চায় বিএনপি।