কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই মাসেও হদিস মেলেনি বাকি ৩ কোটি টাকার

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১০ মে ২০২৩, ০৮:৪১

বুথে নিয়ে যাওয়ার পথে ডাকাতির কবলে পড়ে সোয়া ১১ কোটি টাকা খোয়া যায় ডাচ্-বাংলা ব্যাংকের। এখন পর্যন্ত চার দফা অভিযানে উদ্ধার হয়েছে ৮ কোটি ১০ লাখ ৫ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকা মূল্যের একটি মাইক্রোবাসও। গ্রেফতার হয়েছেন ঘটনার মূল পরিকল্পনাকারী দুজনসহ মোট ১৩ জন। দুই মাস পেরিয়ে গেলেও এখনো হদিস মেলেনি বাকি তিন কোটি ২০ লাখ টাকার। অধরা রয়ে গেছেন আরও তিন ডাকাত।


বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বলছে, আসামি ও অবশিষ্ট টাকা উদ্ধারের পর চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।


টাকা ছিনতাইয়ের ঘটনার পরপরই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। এসব টাকা পাওয়া গেছে ডাকাতদলের সদস্যদের গ্রামের বাড়ির ধানের গোলা, কবরস্থান, পয়োবর্জ্যের কূপ, শহরে আত্মীয়-স্বজনদের বাসাবাড়ি এবং নিজেদের বাসার শৌচাগারের ওপর থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও