অনুমোদনের অপেক্ষায় নতুন এডিপি, সর্বোচ্চ বরাদ্দ রূপপুরে
নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে যে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাব করা হয়েছে, তার ২০ শতাংশের বেশি যাবে দশটি মেগা প্রকল্পে।
২০২৩-২৪ অর্থবছরে এই দশ মেগা প্রকল্পে মোট বরাদ্দ দেওয়া হচ্ছে ৫২ হাজার ৮৯৫ কোটি টাকা। প্রস্তাবিত এই বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ৮৮৪ কোটি টাকা বা ৩২ শতাংশ বেশি। চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে দশ মেগা প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ৪০ হাজার ১১ কোটি টাকা।
আগামী বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন এডিপি অনুমোদন পেতে পারে।