প্রধানমন্ত্রীর সফরে বহুমাত্রিক সংযোজন

দেশ রূপান্তর মোতাহার হোসেন প্রকাশিত: ০৯ মে ২০২৩, ১৬:৫৪

মুক্তবাজার অর্থনীতি এবং প্রযুক্তির বিশ্বায়নে এখন চাইলেও কোনো দেশ একা চলতে পারে না। এমন বাস্তবতায় বাংলাদেশের উন্নয়ন, অর্জন, অগ্রগতি, এগিয়ে চলার সঙ্গে বিশ^কে সম্পৃক্ত করা, নিজেদের আরও সমৃদ্ধ করা- বিশেষ করে প্রযুক্তি, প্রশিক্ষণ, জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতিসহ বিভিন্ন কাজে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা, সমর্থন অপরিহার্য। এই বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর অত্যন্ত গুরুত্ব বহন করে। এরইমধ্যে প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন। প্রথমে জাপানের পর তিনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দেন। এরপর ব্রিটেনে রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রতিবন্ধকতা পার হয়ে, শেখ হাসিনার সরকার বিশ্বে এখন ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে বিবেচিত, সম্মানিত ও আলোচিত হচ্ছে।


সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারত সফরে গিয়ে বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশ ও ভারতকে ঘিরে তার সরকারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনা অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বাংলাদেশের বিশাল বাজারকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশে বিনিয়োগ করবে। বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু রাজ্যের সড়ক ও রেলপথে যোগাযোগ আগের চেয়ে উন্নত হয়েছে। জাপান এই খাতে বিনিয়োগ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও