১ জুন বাজেট ঘোষণা, এ নিয়ে ঘটছে দ্বিতীয়বার
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন আগামী ১ জুন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানের সভাপতিত্বে গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
দেশের ইতিহাসে দ্বিতীয়বার ১ জুন বাজেট উপস্থাপন করা হচ্ছে জাতীয় সংসদে। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন ১ জুন। অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ দেশের প্রথম বাজেট (৭৮৬ কোটি টাকা) সংসদে উপস্থাপন করেছিলেন ৩০ জুন।
অর্থ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জুনের কাছাকাছি ২ জুন বাজেট উপস্থাপিত হয়েছে এখন পর্যন্ত মোট দুবার। প্রথমবার ১৯৭৯ সালের ২ জুন তৎকালীন অর্থমন্ত্রী মির্জা নুরুল হুদা ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট এবং আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন ২ জুন।