গরমে আরাম পাবেন এই ধারার পোশাক পরলেই
এ বছর পোশাকের ফ্যাশনধারায় জনপ্রিয় এক স্টাইল, কো-অর্ডিনেট সেট। সংক্ষেপে কো-অর্ড। এটি এমন এক ধারা, যাতে একই নকশার কাপড় দিয়ে তৈরি হয় পোশাকের পুরো সেট। রং তো বটেই, কাপড়ের নকশাও থাকে একেবারেই এক। কো-অর্ড কিন্তু নতুন কিছু নয়। রিসোর্ট ওয়্যার, লাউঞ্জ ওয়্যার বা বিচ ওয়্যার হিসেবে কো-অর্ডের প্রচলন আগে থেকেই ছিল। তবে বৈশ্বিক ফ্যাশনধারায় কো-অর্ড এখন রোজকার ব্যবহার্য পোশাক। সময়ের সঙ্গে বদলেছে শুধু প্যাটার্ন আর কাট।
এখনকার কো-অর্ড পোশাকগুলো কাটের কারণেই যেন নজর কেড়েছে বেশি। গরমের জন্য এটি আদর্শ পোশাক। কারণ, বেশির ভাগ কো-অর্ড সেট বানানো হচ্ছে বেশ ঢিলেঢালা কাটে। উপকরণও রাখা হচ্ছে আরামদায়ক। এ কারণে গরমে স্বস্তিই দেয় এ পোশাক। আরেকটি সুবিধা হচ্ছে, কোন জামার সঙ্গে কোন পায়জামা পরবেন, এমন ভাবনায় সময়ও নষ্ট করতে হয় না।
ভারতীয় অভিনেত্রী ও দুই বোন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর ২০২২ সালের মার্চে যখন মালদ্বীপ থেকে ফেরত আসেন, এয়ারপোর্টে তাঁদের কো-অর্ডিনেট পোশাকে দেখা যায়। আরামদায়ক এ পায়জামা আর শার্টের কাহিনি কী? নকশার জন্য নয়, কাটিংয়ের জন্যই আলোচনায় চলে আসে পোশাকটি। পরে বেশ কিছুদিন কারিনা কাপুরকে এ ধরনের কাটের পোশাক পরা অবস্থায় দেখা যায়। ধীরে ধীরে এ স্টাইলের পোশাকে কাটের ভিন্নতা চোখে পড়তে শুরু করে। অনেকে লম্বা কুর্তার সঙ্গে পায়জামা বা প্যান্ট বানাতে থাকেন। অনেকে আবার সালোয়ার, কামিজ, ওড়না—তিনটিতেই একই নকশা রাখছেন। অধিকাংশ কো-অর্ডই নিত্যব্যবহার্য। অবশ্য উৎসব-আয়োজনেও কো-অর্ড পরা যায়। কোন ধরনের কাপড় দিয়ে তৈরি, সেটির ভিত্তিতে ঠিক করে নেওয়া হয় কখন, কোথায়, কোন কো-অর্ডটি পরা যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- গরমের পোশাক
- আরামদায়ক পোশাক