![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F2be4a6df-b82a-4cc6-abf6-f9d73cb6a839%252Fframe_1600X1067.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
চূড়ান্ত আন্দোলন কখন, সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ১৬:৩৬
সরকার হটানোর লক্ষ্যে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কর্মসূচিগুলো হবে যুগপৎ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ধাপের আন্দোলন আর কত দিন চলবে, বা চূড়ান্ত আন্দোলনের মোক্ষম সময়টি কখন—সে জায়গায় এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির নীতিনির্ধারকেরা।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার রাতে দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভা আছে। এই সভায় যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটিতে প্রাথমিক সিদ্ধান্তের পর যুগপৎ আন্দোলনে যুক্ত দল ও জোটগুলোর সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৪ সপ্তাহ আগে
৮ মাস, ৪ সপ্তাহ আগে