You have reached your daily news limit

Please log in to continue


দুবাইয়ে নির্মিত হবে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ

দুবাইয়ে নির্মাণ করা হবে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ। দুবাই সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এই মসজিদটি। দুই হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে নির্মিত হবে ২ তলা মসজিদটি। তবে থ্রিডি প্রিন্টেড মসজিদটি কারা বা কোন প্রতিষ্ঠান নির্মাণ করছে, সেটি এখনই প্রকাশ করা হয়নি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আইএসিএডির প্রকৌশল বিভাগের প্রধান আলী মোহাম্মদ আলহালিয়ান আলসুওয়াইদি বলেন, ‘কংক্রিটের মিশ্রণ দিয়ে মসজিদটি তৈরি করা হবে।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ মসজিদের নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে। আগামী ২০২৫ সালের মার্চের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন