ফেসবুক নিরাপদ রাখতে গুগল অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তায় ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার বেশ উপকারী। এই ফিচার অ্যাকটিভ থাকলে অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড জানলেও অপরিচিত কোনো ডিভাইস থেকে ফেসবুক লগ-ইন করা যায় না। যতক্ষণ না পর্যন্ত ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচারের সাথে যুক্ত কোনো মাধ্যমে থেকে পাওয়া ‘নিরাপত্তা কোড’ সেখানে সাবমিট করছেন।
মোবাইল নাম্বার, সিকিউরিটি কি ও গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার চালু করা যায়।
গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার অ্যাকটিভ করবেন যেভাবে-
১। ফেসবুক লগ-ইন করুন।
২। ডানদিকে উপরে ক্লিক করে Settings & Privacy থেকে Settings সিলেক্ট করুন।
৩। এবার Security and Login সিলেক্ট করুন।
৪। এখানে Login এর ঠিক পরেই Two-factor authentication পাবেন।
৫। এবার Use two-factor authentication এ ক্লিক করুন।
এবার আপনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য তৈরি। এখানে আপনি ৩টি অপশন পাবেন। এগুলো হলো Security key, Authenticator app ও Text message।
Authentication App অ্যাপের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাকটিভ করবেন যেভাবে-
১। প্রথমে গুগল প্লে স্টোর থেকে Google Authenticator অ্যাপটি ইন্সটল করুন।
২। এরপর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাপে লগইন করুন।
৩। Add a code অপশনে ক্লিক করে ফেসবুকের কিউআর কোড স্ক্যান করুন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফেসবুক নিরাপত্তা
- ফেসবুক