You have reached your daily news limit

Please log in to continue


উর্বরতা বাড়াতে পুষ্টি গ্রহণে পরিবর্তন দরকার

নারীর গর্ভধারণের ক্ষেত্রে উর্বরতা বাড়াতে সঠিক পুষ্টির ব্যবস্থা করা প্রয়োজন।

ভিটামিন থেকে শুরু করে খাদ্যাভ্যাসের পরিবর্তন ও পুষ্টিতে সামান্য কিছু সমন্বয় ব্যাপক পার্থক্য সৃষ্টি করে।

উর্বরতা বাড়াতে খাবারের কিছু পরিবর্তন যেমন- ভাজা চিপসের বদলে বাদাম খাওয়া শরীরে পুষ্টি যোগানোর পাশাপাশি উর্বরতা বাড়াতেও সহায়তা করে।

হেলদিশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে ভারতের গুরুগ্রামের ‘সিকে বিরাল হসপিটাল’য়ের প্রধান পরামর্শক ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. আস্থা দয়াল বলেন, “নারীর উর্বরতা রক্ষায় পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ওজনের ভারসাম্য বজায় রাখে এবং পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে উর্বরতা বাড়ে ও গর্ভধারণ সহজ হয়।”

উর্বরতা বাড়াতে সহায়ক ভিটামিন

গর্ভাবস্থা বা তারপরের পুষ্টিকর খাদ্যাভ্যাস সম্পর্কে অবগত থাকলেও অধিকাংশই গর্ভধারণের আগের পুষ্টি সম্পর্কে সচেতন নয়।

গর্ভধারণের তিন মাস আগে থেকে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পরিকল্পনা সম্পর্কে জানান ডা. দয়াল।

ফলিক অ্যাসিড: মস্তিষ্ক ও মেরুদণ্ডের ত্রুটি দূর করে।

ক্যালসিয়াম: মা ও শিশুর হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে।

লৌহ: রক্ত ও পেশি কোষের বিকাশ ঘটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন