![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F1d63e6da-a8a2-4b30-a01c-0443c6229cd7%252Feditorial_3.png%3Frect%3D0%252C84%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D700)
গত বছরের সেপ্টেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারী সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলের এক সদস্যের লাগেজ থেকে টাকা, ডলারসহ মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে ঘটনা তদন্ত করে জানিয়েছিল, তাদের ওখান থেকে কোনো পণ্য চুরি হয়নি। লাগেজ বুঝে নেওয়ার সময় ফুটবলারদের কেউ আপত্তিও করেননি।
বিমানবন্দরে দায়িত্ব পালন করে তিনটি বিভাগ—সিভিল এভিয়েশন, বাংলাদেশ এয়ারলাইনস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এরপরও বিমানবন্দরে যাত্রীদের লাগেজ থেকে জিনিসপত্র খোয়া যাওয়া কিংবা চুরি হওয়ার ঘটনা আমাদের উদ্বিগ্ন করে। সেবার হাতেনাতে কেউ ধরা না পড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ দায় এড়িয়ে গেছে। কিন্তু এবার তারা কী বলবে?
প্রথম আলোর খবর থেকে জানা যায়, গত ৮ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যারহাউস (গুদাম) থেকে প্রায় ৬০ কেজি মালপত্র অবৈধ উপায়ে বের করা হয়েছে। বিষয়টিকে ‘চুরি’ বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
- ট্যাগ:
- মতামত
- চুরি
- নারী ফুটবল দল