নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে মাঠে নামছেন রওশনপন্থিরা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৭:১৫

দেশজুড়ে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠে নামছেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও তার অনুসারী নেতাকর্মীরা। এরইমধ্যে গঠন করা হয়েছে সাংগঠনিক সমন্বয় কমিটি। প্রার্থী বাছাই তৎপরতা সমন্বয়ের জন্য কাজী মামুনূর রশীদকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আট বিভাগকে সমন্বয় করে গঠন করা হয়েছে ৭টি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি।


রবিবার (৭ মে) কাজী শামসুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।


জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ এবং সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের যৌথ সইয়ে তিনটি বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও