এবার মাশরাফিদের হারালো আবাহনী
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৭:২৩
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে দারুণ খেলছে আবাহনী। শিরোপা পুনরুদ্ধারের মিশনে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। রবিবার মাশরাফির দল লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়ে শীর্ষস্থান সুসংহত রেখেছে। রূপগঞ্জের দেওয়া ২৩১ রানের জবাবে খেলতে নেমে আবাহনী ১০ ওভার আগেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করে ২৩০ রানে থামে রূপগঞ্জ। জবাবে খেলতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের ৭২ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় আবাহনী। ৩৩ রান করে বিজয় আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৩২ রানের জুটি গড়ে নাঈম। ৫৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে আউট হন তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আফিফ হোসেন থামেন ৩৩ রানে। তার আগে অবশ্য জয়ের সাথে ৫৪ রানের জুটি গড়ে দিয়ে যান তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
ঢাকা পোষ্ট
| শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে