আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম বাড়ছে
ঈদুল ফিতরের পর বাজারে নতুন করে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা। আর একই সময়ের ব্যবধানে মানভেদে পেঁয়াজের দাম বেড়েছে সর্বোচ্চ ১৫ টাকা। দাম বাড়ছে আদা–রসুনেরও।
ব্যবসায়ীরা বলছেন, আলুর সরবরাহে টান পড়েছে। বন্ধ আছে পেঁয়াজ আমদানি। তাতে দামে প্রভাব পড়তে শুরু করেছে। আর ডলার–সংকটে ঋণপত্র (এলসি) খোলা কমে যাওয়া এবং আমদানি খরচ বেড়ে যাওয়ায় আদা ও রসুনের দাম বাড়তির দিকে।
টিসিবির গতকাল শনিবারের বাজারদরের তালিকা বলছে, ঢাকার বাজারে মানভেদে আলু বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৭ টাকা কেজি। এক মাস আগে এ আলুর দাম ছিল ২২ থেকে ২৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৭ শতাংশ। তবে টিসিবির হিসাব থেকে বাজারে আলুর দাম আরেকটু বেশি দেখা গেছে। লাল ও সাদা রঙের আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পেঁয়াজ
- দাম বৃদ্ধি
- রসুন
- আদা