সরকারি চিনিকলে ২৩ বছরে সর্বনিম্ন উৎপাদন

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৬:৪১

বাজারে বর্তমানে চিনির দাম কেজিপ্রতি ১৪০ টাকা। অথচ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মিলগুলোতে আখের সরবরাহ কমে যাওয়ায় চিনি উৎপাদন ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।


রাষ্ট্রায়ত্ত চিনিকলে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২১ হাজার ৩১৩ টন চিনি উত্পাদন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের উৎপাদন ২৪ হাজার ৫০৯ টন থেকে প্রায় ১৩ শতাংশ কম।


বিএসএফআইসি ২০২০-২১ অর্থবছরে ৪৮ হাজার টন চিনি উত্পাদন করেছিল। ওই সময়ে লোকসান কমাতে ৬টি মিল বন্ধ করে দেওয়া হয়।


বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা ২০২২ অনুসারে, ২০২১-২২ অর্থবছরে বিএসএফআইসি ৮৮০ কোটি টাকার লোকসানে রয়েছে। যদিও তা আগের বছরের ১ হাজার ৩৬ কোটি টাকার চেয়ে প্রায় ১৫ শতাংশ কম।


বিএসএফআইসি কর্মকর্তারা বলছেন, মিলের আশেপাশের এলাকায় আখ চাষের জমি দীর্ঘদিন ধরে কমছে। চলতি অর্থবছরে যা ৫০ হাজার একরে পৌঁছেছে। কারণ, ভুট্টা চাষ তুলনা মূলক সহজ ও বেশি লাভজনক হওয়ায় কৃষক আখের বদলে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও