কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক দশক পর পাওয়া গেল হারানো বিড়াল

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৭ মে ২০২৩, ০৮:৩৫

১০ বছর পর এক নারী তাঁর হারানো পোষা বিড়াল ফিরে পেয়েছেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের নর্থ চার্লসটনে। গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে প্রাণী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চার্লসটন অ্যানিমেল সোসাইটি।


চার্লসটন অ্যানিমেল সোসাইটি জানায়, সম্প্রতি সংস্থার কর্মকর্তারা বিড়ালটি পান। পরে শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করে বিড়ালটির নাম মিস্টার মোজো বলে জানা যায়। বিড়ালটির আরেক নাম মিস্টার কিটি। আর এর মালিক ইরিন নামের এক নারী।


ইরিন জানান, তিনি একই দিনে দুটি বিড়াল পুষতে আনেন। এর একটি মোজো, অপরটি মাহি। পরে তাঁদের বাসায় একটি কুকুরও পোষার জন্য আনা হয়। আর এরপরই বিড়ালটি পালিয়ে যায়। অবশ্য মাহি ইরিনের সঙ্গে বাড়িতে থেকে যায়।


মোজো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত। সাধারণত সে বাড়ির বাইরে গেলে ফিরে আসত। কিন্তু একরাতে সে আর ফেরেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও