![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/05/online/facebook-thumbnails/ancelotti-samakal-64562690b00f8.jpg)
আমার ভবিষ্যৎ পরিষ্কার: আনচেলত্তি
সমকাল
প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১৬:৩১
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভরাডুবির পর ব্রাজিলের কোচ তিতে সরে গেছেন। তার জায়গায় ব্রাজিল কনফেডারেশনের প্রথম পছন্দ ইতালিয়ান বস আনচেলত্তি।
এ ব্যাপারটি নিয়ে এতোদিন কোনো আগ্রহ দেখাননি রিয়াল বস। তবে এবারসংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজে যা বললেন তাতে নড়েচড়ে বসতে পারেন মাদ্রিদের সমর্থকেরা। আনচেলত্তি বলেন, রিয়ালে এটাই বুঝি আমার শেষ ফাইনাল।