You have reached your daily news limit

Please log in to continue


বিএনপি দেশের অর্জন ধূলিসাৎ করার ষড়যন্ত্র করছে: কামরুল

বিএনপি দেশের অর্জনগুলো ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (৬ মে) স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারে ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করে আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।

কামরুল ইসলাম বলেন, বিএনপি দেশের অর্জনগুলোকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, কোনো কিছুই মানে না। সাধারণ মানুষের ওপর তাদের আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের ওপর। তারা বিদেশিদের কাছে ভুল তথ্য উপস্থাপন করে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন