You have reached your daily news limit

Please log in to continue


সাড়ম্বর রাজ্যাভিষেকে রাজা তৃতীয় চার্লস

ধর্মীয় অনুশাসন আর ব্রিটিশ কেতা মেনে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অভ্যাগত ও রাজপারিষদদের সামনে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের।

শনিবার সাত দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাথায় রাজমুকুট পরতে যাচ্ছেন চার্লস (৭৪) ।

ব্রিটেনের স্থানীয় সময় সকাল ১১টায় ক্যান্টাবুরির আর্চবিশপের নেতৃত্বে রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে।

গত ৭০ বছর ধরে ব্রিটেনের রাজমুকুটের উত্তরাধিকারী হিসেবে জীবন কাটিয়ে অবশেষে মুকুট পরতে চলেছেন চার্লস। এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে কয়েক হাজার অতিথির পাশাপাশি আশপাশে সেন্ট্রাল লন্ডনের রাস্তাগুলোতে উপস্থিত থাকবেন প্রজারা।

গত সেপ্টেম্বরে রানি এলিজাবেথ মারা যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হন চার্লস। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ৩৬০ বছরের পুরনো সেইন্ট এডওয়ার্ডের মুকুট মাথায় পরানোর এবং চতুর্দশ শতাব্দীর রাজসিংহাসনে বসার মাধ্যমে ব্রিটেনের প্রবীণতম রাজা হবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

১০৬৬ সালে প্রথম উইলিয়াম বা দিগ্বীজয়ী উইলিয়ামের রাজ্যাভিষেকের পর থেকে চার্লসের পূর্বসূরী ৪০ জন রাজা-রানীর রাজ্যাভিষেক এই ওয়েস্টমিনস্টার অ্যাবিতেই হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন