আফগানিস্তানে হাজারের বেশি লেগস্পিনার আছে: রশিদ
বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের উত্থান বিস্ময় জাগায়। আর দেশটি থেকে আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের সংখ্যাও কম নয়। বিশেষ করে এই ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের লেগস্পিনারদের দাপট অবিশ্বাস্য। রশিদ খান অগ্রপথিক, তারপর মুজিব উর রহমান, কাইস আহমেদ এসেছেন। যদিও পরের দুজন এবারের আসরে নেই। চলতি আইপিএলে রশিদের সঙ্গে লেগস্পিনে আধিপত্য দেখাচ্ছেন ১৮ বছর বয়সী নুর আহমেদ। দুজনই খেলছেন গুজরাট টাইটান্সের জার্সিতে। শুক্রবার ম্যাচসেরা পারফরম্যান্স করে রশিদ তাদের দেশের লেগস্পিনার বাহিনী নিয়ে চোখ ছানাবড়া হওয়ার মতো তথ্য দিলেন!
রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়পুরে দুর্দান্ত বোলিং করেন রশিদ ও নুর। দুজনে মিলে ৭ ওভারে ৩৯ রান খরচায় নেন ৫ উইকেট। প্রতিপক্ষকে ১১৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রশিদ তিন উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এই আসরে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সতীর্থ মোহাম্মদ শামির সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি।
- ট্যাগ:
- খেলা
- লেগ স্পিনার
- রশিদ খান