২৬ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ৭৭০ টাকা—অঙ্কটা মোটেই ছোট নয়। তবে আইপিএলের মতো আসরে এই টাকাটা আর এমন কী! আপাতদৃষ্টিতে কিন্তু তাই মনে হচ্ছে। আর সে কারণেই বোধ হয় এবারের আইপিএলে এখন পর্যন্ত ‘বেঞ্চে’ই রাখা আছে এতগুলো টাকা!
আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত দর্শক হয়ে থাকতে হয়েছে কুইন্টন ডি কক, জো রুটের মতো তারকা ক্রিকেটারদের। শুধু এই দুজনই নন, এখন পর্যন্ত মাঠেই নামেননি আরও ১০ জন বিদেশি ক্রিকেটার।
যাঁদের অনেককেই আবার মোটামুটি বড় অঙ্কের টাকা দিয়ে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ডি কক, রুটের মতো কারা এখনো মাঠে নামতে পারেননি, সেই নামগুলো একটু দেখে নেওয়া যাক—ম্যাথু ওয়েড, ড্যানিয়েল স্যামস, ওডিন স্মিথ, ফিন অ্যালেন, ব্রেভিস, দাসুন শানাকা, ওবেড ম্যাকয়, ডনোভান ফেররেইরা, লুঙ্গি এনগিডি, ক্রিস জর্ডান। দলের কম্বিনেশনের কারণেই মূলত এই এক ডজন ক্রিকেটার সুযোগ পাচ্ছেন না। এদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট খরচ ২৬ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ৭৭০ টাকা।