কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মা-ছেলে আছি, যা হয় হবে: জাহাঙ্গীর আলম

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ মে ২০২৩, ১০:০৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিলের আদেশ গতকাল বৃহস্পতিবার আপিলেও বহাল থাকল। এ বিষয়ে আজকের পত্রিকাকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মুঠোফোনে এই সাক্ষাৎকার নিয়েছেন নাজমুল হাসান সাগর ও মোহাম্মদ আসাদুজ্জামান।আপিলেও তো আপনি প্রার্থিতা ফিরে পেলেন না। এখন কী ভাবছেন? 


আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। উপরে আল্লাহ আর নিচে জনগণ আছে। তাঁরা সবকিছু বিচার করবেন। আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায়বিচার পাব।


শেষ পর্যন্ত না পেলে কী করবেন? 


মা–ছেলে আছি, যা হয় হবে, কপালে যা আছে। আমার মা বলেছেন, সন্তানের যে ক্ষতি করেছে, এই ক্ষতির প্রতিবাদে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। মা হিসেবে যা বলবেন তার জন্য আমি ত্যাগ স্বীকার করব। মার সঙ্গে সন্তান জনতার আদালতে যাবে।


আপনি তো দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। এখন দল ব্যবস্থা নিলে কী করবেন? 
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যা বলবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। অন্য কারও সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় নেতাদের তেমন কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। যাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাঁরা শুধু হাই, হ্যালো করছেন। এ পর্যন্তই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও