You have reached your daily news limit

Please log in to continue


ছোট নয় কোনো পেশাই

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে একে অপরকে ছাড়া কখনোই কেউ পরিপূর্ণ হতে পারে না। এখানে সব শ্রেণি-পেশার মানুষ পরস্পরের সহায়ক, বেঁচে থাকার অবলম্বন। তাই কোনো পেশাকেই খাটো করে দেখার সুযোগ নেই। কাজকে যদি ভালোবেসে নিষ্ঠার সঙ্গে করা হয়, তাহলে সব কাজই সম্মানজনক। কারণ প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখেন। বলা বাহুল্য, প্রায় সব ক্ষেত্রেই এক পেশার সঙ্গে অন্য পেশার এবং এক পেশাজীবীর সঙ্গে অন্য পেশাজীবীর নিবিড় যোগসূত্র রয়েছে। অর্থাৎ, একটি ছাড়া অন্যটি অচল। সভ্যতার উৎকর্ষের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক গভীর হয়েছে।

একটি বিল্ডিং শুধু ইট-বালু দিয়েই নির্মাণ করা যায় না; সিমেন্ট, রড, শ্রম, অর্থসহ আরও অনেক জিনিসের প্রয়োজন হয়। একটি অফিস শুধু ম্যানেজার একাই পরিচালনা করতে পারেন না; অন্যান্য সহকর্মীরও দরকার হয়। ছোট একটি বাসেও যেমন ড্রাইভারের পাশাপাশি হেলপার ও কন্ডাক্টরের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি দেশ পরিপূর্ণ হতে হাজারো পেশার মানুষের প্রয়োজন হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন