![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-05%252Ffc5f359b-c009-4c4c-b726-af76b40b487d%252FHajj.jpg%3Frect%3D57%252C0%252C1756%252C922%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
প্রাচীন সময়ে হজযাত্রা কেমন ছিল, তা দেখুন এই গেম খেলে
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মে ২০২৩, ০৭:৩৫
আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। হজে যাওয়া এখন বেশ সহজ। সৌদি আরবের জেদ্দার বিমানে উঠতে হবে। বাংলাদেশ থেকে সাত ঘণ্টা পর বিমান অবতরণ করবে জেদ্দা হজ টার্মিনালে।
এরপর হজযাত্রীদের মক্কায় যাওয়ার জন্য বাস বা ট্যাক্সিতে ৮৫ কিলোমিটার পাড়ি দিতে হয়। কিন্তু কয়েক দশক আগে এ সফর ছিল ভীষণ কঠিন, ব্যয়বহুল ও বিপৎসংকুল। একেকটা সফরে প্রায়ই কয়েক মাস সময় লেগে যেত যাতায়াতে। সবাই এই সফর শেষ করতে পারতেনও না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেমস রিভিউ
- গেমস