
বিং চ্যাটবট সবার জন্য খুলে দিল মাইক্রোসফট
এখন থেকে সকলেই মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের চ্যাটবট ‘জিপিটি ৪’ ব্যবহারের সুযোগ পাবেন। ফলে, চ্যাটবটের ‘ওয়েটলিস্টে’ তাদের অপেক্ষার দিনও ফুরিয়ে এলো।
এই সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে নিজের মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে নতুন সংস্করণের বিং বা এজ ব্রাউজারে সাইন ইন করতে হবে। এর পর থেকেই ব্রাউজারের জিপিটি ৪ চালিত প্রিভিউ সংস্করণ ব্যবহারের সুযোগ মিলবে। এ ছাড়া, চ্যাটবটে বেশ কিছু নতুন ফিচার ও প্লাগ-ইনের সমর্থন যুক্ত করে মাইক্রোসফটের ‘বিং চ্যাট’-এ বিশাল আপগ্রেড আনার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
নতুন বিং চ্যাট ফিচারের জন্য ওয়েটলিস্ট মুছে ফেলার পরীক্ষা চালানোর প্রায় দুই মাস পর মাইক্রোসফটের এই উন্মুক্ত প্রিভিউ সংস্করণের আত্মপ্রকাশ ঘটল। প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে চ্যাটবটটির গোপন এক প্রিভিউ সংস্করণ চালু হয়। এর পর থেকেই এটি উন্মুক্ত করার লক্ষ্যে ধাপে ধাপে এগোচ্ছিল মাইক্রোসফট।