![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-03%2F8a591c80-6d3c-4620-88e5-013cefa4926c%2Fmeta_reuters_300822_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
ডেটা ঝুঁকিতে শিশুদের ফেলছে মেটা: এফটিসি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১৬:৩২
ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটার বিরুদ্ধে ‘শিশুদের প্ল্যাটফর্ম ব্যবহারের বেলায় তাদের অভিভাবকদের জন্য যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা না রাখার’ অভিযোগ তুলেছে শীর্ষ মার্কিন ডেটা নিয়ন্ত্রক সংস্থা ‘এফটিসি’।
যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’ বলেছে, শিশুদের ডেটা ব্যবহার করে মেটার আর্থিক উপার্জনের সুবিধা বন্ধ করা উচিৎ।
“কোম্পানির বেপরোয়া মনোভাব অল্পবয়সী ব্যবহারকারীদের ঝুঁকির মধ্যে ফেলেছে। আর ফেইসবুককেও নিজেদের ব্যর্থতার জবাব দিতে হবে।”
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফেসবুক
- নিয়ন্ত্রণ
- নিরাপত্তা ঝুঁকি