কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফারদিনের মৃত্যু: মামলা নতুন তদন্ত কর্মকর্তার হাতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১৪:২৩

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় রামপুরা থানার হত্যা মামলাটির অধিকতর তদন্তের দয়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক বেলায়েত হোসেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বেলায়েত বলেছেন, বুধবার তিনি মামলাটি তদন্তের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েছেন। আগামী সপ্তাহে আদালতে লিখিত আবেদন করবেন মামলার নথিপত্র নেওয়ার অনুমতির জন্য।


মামলার বাদী ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা জানান, বুধবার তদন্তভার পেয়েই তাকে ফোন করেছিলেন নতুন তদন্ত কর্মকর্তা বেলায়েত।


ফোনে তিনি নূরউদ্দিন রানার পরিচয় ও পেশা জানতে চান। বলেন, মামলাটির ভালোভাবে তদন্ত করার সাধ্যমত চেষ্টা করবেন তিনি।


এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে গোয়েন্দা পুলিশ বলেছিল, ফারদিন খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন।


এ নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন ফারদিনের বাবা। তার আবেদন গ্রহণ করে গত ১৬ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও