![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F05%2F04%2Fscool-e4869d084ae98c6fcb1c3aba5b91936d.jpg%3Fjadewits_media_id%3D855560)
বিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে ৭টি ল্যাপটপ চুরি
ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে সাতটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ মে) রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ল্যাপটপ চুরি