এবার গুগল ডকসের মন্তব্যে ইমোজি যোগ হলো

প্রথম আলো প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১১:০৫

গত বছরের এপ্রিলেই গুগল ডকসে ইমোজি যুক্ত করেছিল বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। এর কয়েক মাস পর প্রতিষ্ঠানটি এর শর্টকাট ঘোষণা করে। ফলে ব্যবহারকারীরা সহজেই গুগল ডকসে লেখার সময় ইমোজি যুক্ত করতে পারেন। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা গুগল ডকসের মন্তব্যে প্রতিক্রিয়া হিসেবে ইমোজি যুক্ত করতে পারবেন।


এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, গুগল ডকসের মন্তব্যে আনুষ্ঠানিক বিকল্প হিসেবে ইমোজি কাজ করবে। নতুন এই সুবিধা নথির আধেয় সম্পর্কে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীর মত প্রকাশ করার মাধ্যমে সহযোগিতা বাড়াবে। গুগল বর্তমানে এই সুবিধা র‌্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গতকাল ৩ মে থেকে উন্মুক্ত হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও