You have reached your daily news limit

Please log in to continue


‘বুদ্ধের অহিংসা আনবে শান্তি’

গৌতম বুদ্ধের অহিংসার বাণী আর শান্তির বারতা নিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ ছুটি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।

বৌদ্ধদের বিশ্বাস, খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি বোধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি নির্বাণ লাভ করেন।

সিদ্ধার্থের বুদ্ধত্বলাভের মধ্য দিয়েই বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। তার আবির্ভাব, বোধি লাভ ও নির্বাণ- তিন ঘটনাই বৈশাখী পূর্ণিমার দিনে ঘটেছিল বলে একে বলা হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।

রাজধানীতে বুদ্ধ পূর্ণিমার মূল আয়োজন হয়েছে সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে।

সকালে সংগীতের মধ্য দিয়ে বুদ্ধ বন্দনার পর আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে একটি শোভাযাত্রা বের হয়। এরপর ভক্তরা আসতে শুরু করেন বিহারে। স্নান শেষে শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত হন তারা।

সকালের কর্মসূচির মধ্যে আরও ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল, ও অষ্টাঙ্গ উপসথশীল গ্রহণ, মহাসংঘদান, ভিক্ষুসংঘকে পিণ্ডদান, ত্রিপিটক পাঠ, প্রদীপ পূজা এবং জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন