প্রথম স্প্যাম যেদিন পাঠানো হয়

প্রথম আলো প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৭:৩৭

প্রথম স্প্যাম


আজকালকার দিনে ক্ষতিকর স্প্যাম মেইল যেন ব্যাপারই না। কারও মেইল বক্সে ৯০ শতাংশ পর্যন্ত স্প্যাম মেইল আসার ঘটনাও ঘটে। জানেন প্রথম কবে স্প্যাম মেইল পাঠানো হয়েছিল? দিনটি ১৯৭৮ সালের ৩ মে। সেদিন ডিজিটাল যন্ত্রপাতির বিপণনকারী গ্যারি থুয়ের্ক ডেকসিস্টেম-২০ কম্পিউটারের প্রচারণা চালাতে একটি বার্তা লিখছিলেন। এ বার্তায় নতুন পণ্যের গুণগান গাওয়া হয়েছিল। ডেকসিস্টেম-২০ কীভাবে আরপানেটে যুক্ত হয়ে কাজ করতে পারবে, সেটা ছিল প্রচারণামূলক এ বার্তার মূল কথা।


গ্যারি থুয়ের্ক এ বার্তা পাঠানোর পর দ্রুত প্রতিক্রিয়া পান। আর সেগুলো ছিল খুব নেতিবাচক। একজন জানিয়েছিলেন, এ বার্তা তাঁর কম্পিউটার বন্ধ (শাটডাউন) করে দিয়েছে। তাই গ্যারি থুয়ের্কের এ বার্তাকে আদি স্প্যাম হিসেবে ধরা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও