শুনানি শেষে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত: ইসি সচিব
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৭:৩৩
ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুনানি শেষে। বুধবার (০৩ মে) নির্বাচন ভবনে প্রথমদিনের শুনানি শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, যতগুলো আবেদন আমাদের কাছে আছে সেগুলো কমিশন শুনবে। এখানে যে তথ্য-উপাত্ত দিয়েছে সেটাকে কমিশন বিশ্লেষণ করবেন। এখানে একটি নীতিমালা আছে যেমন প্রশাসনিক অখণ্ডতা, ভৌগলিক অখণ্ডতা, জনসংখ্যা, ভোটার সংখ্যা, অন্যান্য পারিপার্শ্বিক বিষয়ে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন ও সেটা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। জুলাই মাসের মধ্যে এটা শেষ করার কথা রয়েছে।