কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সড়কজুড়ে যানবাহনের স্ট্যান্ড

প্রথম আলো সিলেট মেট্রোপলিটন প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৬:০৭

ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সবজি, ফল, চটপটি ও ফুচকা বিক্রি করছেন। সড়কে সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানো–নামানো করছেন চালকেরা। আছে অস্থায়ী অটোরিকশা স্ট্যান্ডও। এ দৃশ্য সিলেট নগরের ব্যস্ততম টিলাগড় মোড়ের। 


সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে টিলাগড় এলাকা পড়েছে। এ এলাকার পাশেই সিলেটের ঐতিহ্যবাহী ১৩১ বছরের পুরোনো মুরারিচাঁদ (এমসি) কলেজ। এখানে প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রতিদিনই শিক্ষার্থীদের এ মোড় পেরিয়ে কলেজে যেতে হয়। দুজন শিক্ষার্থীর অভিযোগ, একে তো টিলাগড় ব্যস্ত এলাকা। এর মধ্যে ফুটপাত দখল ও সড়কে অপরিকল্পিতভাবে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানো–নামানো করানো হচ্ছে। ফলে সারাক্ষণ যানজট লেগে থাকে।


টিলাগড় এলাকা ছাড়াও ২০ নম্বর ওয়ার্ডে পড়েছে ভাটাটিকর, ব্রাহ্মণপাড়া, গোপালটিলা, হাতিমবাগ, লাকড়িপাড়া ও সাদিপুর। এসব এলাকার বাসিন্দারা বলেন, অন্য ওয়ার্ডের তুলনায় এ ওয়ার্ডের পাড়া-মহল্লার রাস্তাঘাট তুলনামূলকভাবে বেশ প্রশস্তকরণ করা হয়েছে। তবে মশার উৎপাত ও পয়োনিষ্কাশনের সমস্যা এখনো মেটেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও