লাওসে সরকারের সমালোচককে কফিশপে ঢুকে গুলি করে হত্যা

প্রথম আলো লাওস প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৫:৩৬

লাওস সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত এক তরুণকে হত্যা করা হয়েছে। গত শনিবার গভীর রাতে রাজধানী ভিয়েনতিয়েনে তাঁকে খুন করা হয়।


গত শনিবার রাতে একটি কফিশপে এক অস্ত্রধারী খুব কাছ থেকে আনাওসা ‘জ্যাক’ লুয়াংসুফমের (২৫) মুখ ও বুকে গুলি করে। তিনি ‘ক্লুয়েন ডুয়ে কি–বোর্ড (ড্রাইভেন বাই কি–বোর্ড) নামের একটি ফেসবুক পেজ চালাতেন। এ পেজে তাঁর অনুসারীরা কমিউনিস্ট সরকারের নানা নীতির সমালোচনা করে থাকেন।


এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনায় সরকার এখনো কোনো তদন্তের ঘোষণা না দেওয়ায় মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে।


সিসিটিভিতে এ হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। এতে দেখা যায়, মাথায় ক্যাপ ও বাদামি রঙের লম্বা জামা পরিহিত এক অস্ত্রধারী ক্যাফেতে ঢুকে আনাওসাকে পরপর দুটি গুলি করছে। এ সময় তিনি ক্যাফেতে বসা ছিলেন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও