You have reached your daily news limit

Please log in to continue


জটিল সমীকরণে তুরস্ক ও যুক্তরাষ্ট্র

বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে দিন দিন আধিপত্য বিস্তার করে চলেছে তুরস্ক। অটোমান সাম্রাজ্য পতনের পর বহু বছর পর্যন্ত নীরবে ছিল দেশটি। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তাদের তেমন কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু গত এক দশক ধরে দেশটি তাদের আধিপত্য বিস্তারের জন্য বেশ সক্রিয় রয়েছে। যার মূলে রয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার চিন্তাধারা।

২০০২ সালে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এরদোয়ানের একেপি। তার হাত ধরেই চীন, আমেরিকা, রাশিয়া ও ব্রিটেনকে টেক্কা দিচ্ছে তুরস্ক। আর সেটি আরও বেশি আলোচনায় আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর। প্রেসিডেন্ট এরদোয়ান একদিকে পুতিনের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন অন্যদিকে রাশিয়ার হামলা ঠেকানোর জন্য ইউক্রেনকে ড্রোন দিয়েছে তুরস্ক। একদিকে আমেরিকার সঙ্গে সামরিক জোট ন্যাটোতে আছে তুরস্ক। অন্যদিকে আমেরিকার শত্রু রাশিয়া ও ইরানের সঙ্গেও ভালো সম্পর্ক। এরদোয়ান কখনো আমেরিকান জোট ন্যাটোর বৈঠকে যোগ দিচ্ছেন। রাশিয়া এবং আমেরিকার বিবাদের মধ্যে বেশ ভালো ভারসাম্য বজায় রেখেছে দেশটি। চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তুরস্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন