কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এপ্রিলে রপ্তানি আয় কমেছে

সমকাল প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৫:৩২

দেশে গত এপ্রিল মাসে পণ্য রপ্তানি আয় কমেছে। এই মাসে রপ্তানি হয়েছে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫২ শতাংশ কম। একই সঙ্গে এপ্রিলে ৫০৫ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ধরা হয়েছিল। সে হিসেবে আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৬৭ শতাংশ কম।


এছাড়া চলতি বছরের মার্চে পণ্য রপ্তানি থেকে আয় হয় ৪৬৪ কোটি ডলার। সেই হিসেবে এক মাসের ব্যবধানে আয় করেছে ৬৯ কোটি ডলার।


বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) প্রকাশিত পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।


প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, গত এপ্রিলে প্রবাসী আয় এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার। গত বছরের এপ্রিলে প্রবাসী আয় এসেছিল ২০১ কোটি ডলার। ফলে গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর এপ্রিলে প্রবাসী আয় কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ।


চলতি ২০২২–২৩ অর্থবছরের জুলাই–এপ্রিলে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের এই সময়ে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য। অর্থাৎ গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় এবার পণ্য রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও