কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হাজার কোটি ডলারের আইপিও নিয়ে মার্কিন পুঁজিবাজারে যাচ্ছে আর্ম

মার্কিন পুঁজিবাজারে ২০১২ সালের সবচয়ে বড় ঘটনা ছিল ফেইসবুকের আইপিও ঘোষণা বা শেয়ার বাজারে প্রবেশ। এর দুই বছর পরই চীনের আলিবাবাও নাম লেখায় সেখানে। একই গুরুত্বের একটি বড় ঘটনা সম্ভবত ঘটতে যাচ্ছে এ বছরও। ব্রিটিশ চিপ নকশা প্রতিষ্ঠান আর্ম নাম লেখাচ্ছে নিউ ইয়র্কের নাসডাকে। 

একাধিক সূত্র থেকে আসা অনুমান বলছে যুক্তরাজ্যের কেমব্রিজভিত্তিক এই কোম্পানিটি সম্ভবত প্রথম দানেই বাজার থেকে তুলে নেবে হাজার কোটি ডলার।

গত মার্চেই কোম্পানিটি জানিয়েছিল, যুক্তরাজ্যের পুঁজিবাজারে শেয়ার ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

এর আগে ২০১৬ সালে তিন হাজার একশ ৪০ কোটি ডলারে আর্মকে কিনে নেয় জাপানি শিল্পগোষ্ঠী সফটব্যাংক। সে সময়ই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে নিজেদের তুলে নেয় মাইক্রোচিপ প্রযুক্তি নকশায় বিশ্বের শীর্ষস্থানীয় এই কোম্পানি।

মোবাইল ফোন, গেইমিং কনসোলসহ বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয় আর্ম-এর নকশা করা মাইক্রোচিপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন