কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঠোঁটের কালচেভাব দূর করবেন কীভাবে

সমকাল প্রকাশিত: ০২ মে ২০২৩, ১৬:৩১

নানা কারণের উপর ঠোঁটের রঙ নির্ভর করে। কারও কারও ক্ষেত্রে ঠোঁট কালচেভাব হয় বংশগত কারণে। কারও আবার খাওয়াদাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। অনেকসময় ভিটামিনের অভাব থেকেও ঠোঁট কালো দেখাতে পারে। তবে নিয়মিত যত্ন নিলে ঠোঁটের কালচে ভাব দূর করা যায়। কালচেভাব দূর করতে যা করবেন-লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে।


এ কারণে লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চাকাটা ঠোঁটে ঘষুন। মৃত চামড়া উঠে গিয়ে ভিতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।নারকেল তেল: ত্বকের যে কোনো সমস্যা দূর করতে নারকেল তেলের জুড়ি নেই। আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু' একবার করলে উপকার পাবেন। অলিভ অয়েল: ত্বক হোক বা চুল, যত্ন নিতে অলিভ অয়েলের জুড়ি নেই। ঠোঁটের কালো ছোপ দূর করতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও