![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F05%2F02%2Fmalaysia-1-bcf26784fc8f4951dac669ca09fed3b9.jpg%3Fjadewits_media_id%3D855250)
মালয়েশিয়া উপকূলে তেলের ট্যাংকারে আগুন, তিন ক্রু নিখোঁজ
মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে একটি বড় তেলের ট্যাংকারে বড় ধরনের আগুন লাগার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজন ক্রু নিখোঁজ। জাহাজটিতে মোট ক্রু ছিল ২৮ জন। সোমবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে।
গ্যাবনের নিবন্ধনকৃত জাহাজটি চীন থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিলো। মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুন লাগা জাহাজের নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আগুন
- তেলের ট্যাঙ্কার