রোদে বেরোলেই মাথাব্যথা?
অনেকেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে। বিশেষ করে শীতকালে এবং গরমের দিনে এই সমস্যা আরও বেড়ে যায়। আবার যাদের দিনের বেশিরভাগ সময় রোদে কাটে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি দেখা দেয়। অনেকেই এ ধরনের সমস্যা কমাতে ঘন ঘন ওষুধ খান।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শরীরে যে কোন যন্ত্রণায় ব্যথা কমানোর জন্য ওষুধ কম খাওয়াই ভালো। তা না হলে বিপদ বাড়তে পারে। আবার গরমের দিনে মাথাব্যথা হলে কারোরই ভালো লাগে না। এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মাথাব্যথা দেখা দিলে প্রথমে সরাসরি রোদ থেকে খানিকটা দূরে আসতে হবে।
সাধারণত গ্রীষ্মকালে শরীরে পানির ঘাটতি দেখা যায়। যার ফলে মাথাব্যথার মতো সমস্যা আরও বেড়ে যায়। এ কারণে গ্রীষ্মকালে বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মাথাব্যথার মত সমস্যা দেখা দিলেই অন্ধকার ঘরে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে হবে । এতে মানসিক চাপ এবং স্নায়ু স্থিতিশীল হয়। যার ফলে মাথাব্যথা আগের থেকে অনেকটাই কমে আসে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মাথা ব্যথা
- রোদ