রাজউকের গায়েব হওয়া ২৬ হাজার ৭৭৭টি নথি উদ্ধার

বার্তা২৪ প্রকাশিত: ০২ মে ২০২৩, ১১:৩১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে গায়েব হওয়া প্রায় ৩০ হাজার গ্রাহকের নথির মধ্যে ২৬ হাজার ৭৭৭টি নথি উদ্ধার করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে সংস্থাটি।


মঙ্গলবার (২ মে) রাজউকের আইনজীবী ইমাম হাসান বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানিয়ে আদালতকে বলেন, ‘হ্যাকাররা সার্ভার থেকে নথি হ্যাক করেছিল।’


এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটিতে দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত, সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, পরিচালক (সিস্টেম অ্যানালিস্ট) মো. রাজিব হাসানকে রাখা হয়েছে। মো. রাজিব হাসান কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


কমিটি গঠনের কথা জানিয়ে এ সংক্রান্ত প্রতিবেদনও হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এই কমিটি এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও