রাজবাড়ীতে গুলিতে স্কুল শিক্ষক হত্যা: এলাকায় চাপা আতঙ্ক, মামলা হয়নি
রাজবাড়ীর পাংশায় দুবৃর্ত্তদের গুলিতে স্কুল শিক্ষককে হত্যার ৩৬ ঘণ্টা পার হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলাও দায়ের হয়নি। তবে শিক্ষক হত্যার ঘটনায় চাপা আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে।
মঙ্গলবার সকালে পাংশা থানার ডিউটি অফিসার এএসআই মো. মিরু মোল্লাহ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে গুলি করে স্কুল শিক্ষক মিজানুর রহমানকে হত্যা করে দুবৃর্ত্তরা।
“প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে স্থানীয় কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।”
নিহত স্কুল শিক্ষক কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো. ইব্রাহীম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার, কীটনাশক ও ভূষি মালের ব্যবসা করতেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলি করে হত্যা
- শিক্ষক হত্যা