ধুলায় অন্ধ চালকদের গাড়ি একের পর এক দুর্ঘটনায়, যুক্তরাষ্ট্রে নিহত ৬

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০২ মে ২০২৩, ১১:২৭

ধুলা ঝড়ের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসায় যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি মহাসড়কে কয়েক ডজন গাড়ি একের পর এক সিরিজ দুর্ঘটনায় পড়লে ৬ জন নিহত ও অন্তত দুই ডজন মানুষ আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


মোটামুটি ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি ও একাধিক ট্রাক্টর-ট্রেইলর ট্রাকসহ ৩০টি বাণিজ্যিক যান সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইলিনয়ের দক্ষিণাঞ্চলে ইন্টারস্টেট ৫৫ নামের মহাসড়কটিতে এই দুর্ঘটনায় জড়ায়; দুর্ঘটনায় দুটি বড় বড় ট্রাকে আগুনও ধরে যায়।


রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ বলছে, শিকাগোর প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের ফার্মসভিল শহরের কাছে ইন্টারস্টেট ৫৫ মহাসড়কটির সোয়া তিন কিলোমিটার লম্বা অংশের উভয় পাশেই এ দুর্ঘটনাগুলো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও